Thursday, June 1, 2017

মানুষের রূপ



Time is forgotten due to the sophisticated time, so this time,,,,,,,
মানুষের রূপ
................ ঋষি
==========================================================
সমস্ত দ্বিধা আর দ্বন্দ্বগুলো সরিয়ে
আসুন একবার সময়ের  দিকে দেখি।
প্রতিবাদ মিছিল ,লাফিং গ্যাস ,কাঁদানো বোমা
নিরুত্তরে একলা দাঁড়িয়ে মেয়েটা যে ধর্ষিত বলে কাঠগড়ায়।
বর্ডারে কফিন বন্দী বডি
এই মাত্র তোমার ,আমার পরিচত ঠিকানায় ডেডবডি  ,আত্মীয় কাঁদছে।

ছিঃ ছিঃ রাম রাম
আরে কি সব বলছেন সময় বাবু আজ জামাই ষষ্ঠী।
মিষ্টির হাঁড়ি ,দই ,মর্টন,ইলিশ ভাঁপা ,আর সুন্দরী শালী
এই সব ছেড়ে শুধু কষ্টের কথা।
শুনুন তবে
মাধ্যমিকের রেজাল্ট সেই বিয়ে পালানো মেয়েটা পাশ করেছে।
হায়ার সেকেন্ডারি এই বার বেশ ভালো রেজাল্ট মেধা তালিকায় মেয়েদের ছড়াছড়ি
আমাদের দেশের সেনসেক্স উঠছে ,শেয়ার বাজারের অবস্থা বেশ ভালো।
তবু জানেন পেট্রোলের দাম বাড়ছে,তবু জানেন ভাগ চাষীরা দাম না পেয়ে আত্মঘাতী
অনবরত ঝড় বৃষ্টিতে শহরে নর্দমার জল বাড়ছে ,তাতে জ্বর ডেঙ্গু ,ম্যালেরিয়া।
আরে ওপারের সেই পাগলিটা খুন হয়েছে পাড়ায় পুলিশের ভ্যান
তপনের বৌটা কার একটা হাত ধরে পালিয়েছে কাল রাতে।
অরে সময় বাবু চুপ করবেন
সবে মাত্র স্ত্রী ,পুত্র নিয়ে জামাই ষষ্ঠীর ভোজ খেতে বসেছি,সামনে সুন্দরী শালীরা।

সমস্ত দ্বিধা আর  দ্বন্দ্বগুলো সরিয়ে
সব প্রতিবাদের একঘেয়েমি সরিয়ে চলে সময়বাবু  আসুন আমাদের দলে।
আরে মশাই আপ বাঁচলে বাপের নাম
নিজে তো বাঁচুন আগে ,কে মরলো ,কে বাঁচলো আপনার কি হলো ?
সময় বাবু তখন হাসছেন,যেমন সময়ের দেওয়ালে নেতাজী ,গান্ধীজির মুখ
সময়ের ঘড়িতে টিক টিক কাঁটা সরছে আর খুলছে সময়ের মানুষের রূপ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...