Monday, June 12, 2017

এমন একটা গল্প

এমন একটা গল্প
........ ঋষি
============================================
এমন একটা গল্প হোক
সিঁড়ি ভাঙা অংকের শেষে জীবন ঝিরি ঝিরি বৃষ্টির শীতলতা।
এমন একটা সময়
প্রতিটা মানুষ নিজের বাড়ির সিঁড়িতে নয় যাতে ঘরের ভিতর থাকে ।
এমন একটা জীবন
যেখানে বেঁচে থাকা মুক্তির আনন্দে খোলা হাওয়া।

হিসেব কখনও মেলেনি
শুধু কালক্ষয় , তবু শুধু মেতে আছি  দ্বিতীয়  পৃথিবী নিয়ে ।
প্রথমটি এখনও চিরকাল  চারকোল, গুহাগাত্রে ছবি
সেখানে নিবিড়তা  আঁকছে  জন্মের প্রথম মানব।
সেখানে রোজ জন্মাচ্ছে প্রেম ,জন্মাচ্ছে সৃষ্টি আর সৃষ্টিতে আনন্দ
সেখানে অজস্র জলোচ্ছাস,বাঁধ ভাঙা আদর।
আর আমি  একটার পর একটা  কবিতা লিখছি
একটা কবিতার শরীরের নাতিশীতোষ্ণ ঠোঁট।
একটা কবিতার শরীরের আশ্চর্য সংবেদনশীল নিতম্ব, আর মসৃন সময়
একটা আমার হাড়হাভাতে জমে যাওয়া ঘড়ির কাঁটা।
দ্বিতীয় আর প্রথম পৃথিবীর মাঝে দুস্তর দূরত্ব
যেমন তোমার মাঝে চলন্তিকা।

এমন একটা গল্প হোক
তোমার চারপাশে ঝরতে থাকা বৃষ্টিফোঁটায় আমি জলবিন্দু।
এমন একটা সময়
যেখানে তোমার বুকের আদ্রতায় উত্তপ্ত ঈশ্বরের গন্ধ।
এমন  একটা জীবন
যেখানে আমি ,তুমি ,সকলে প্রথম পৃথিবীর বাসিন্দা।


  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...