মনখারাপের বেলা
............. ঋষি
=================================================
একটা মনখারাপের বেলা
চলে যাওয়া ধূলিঝড় সময়ের সাক্ষী বালিয়াড়ি।
মনের দরজা খুলে আকাশ ধরার ইচ্ছারা সব বেওয়ারিশ আজ
সব ইচ্ছাগুলো কূপমণ্ডুক নিজস্বতায়।
আজ আয়নায় দাঁড়িয়ে আমাকে দেখতে পারিস চলন্তিকা
আকাশের মেঘে আজও বৃষ্টি হয়।
একটা মনখারাপের দিন
পালিয়ে ফেরা নিজের কাছে বেওয়ারিশ লাশ।
আজ সূর্যের তাপ ,আকাশের মেঘ সবটাই জঘন্য ,সবটাই অপ্রয়োজনীয়
গলার কাছে আটকে তোকে না বলাটুকু ।
আয়নার দখলে নিজেকে রেখে
কেন যেন খুলে ফেলতে ইচ্ছে করে চিত্রগুপ্তের খাতার নাম্বার।
বেওয়ারিশ লাশ
দেওয়ালের আটকানো পরিসংখ্যানে ক্যালেন্ডারে বয়স।
সবটাই চলে যায় মানি
কিন্তু এই সময় একটা আকাঙ্খা একলা একাকার।
একটা মনখারাপের বেলা
চলে যাওয়া ধূলিঝড় কোনো বাঁধা মানে না সময়ের কাছে।
মনের দরজায় আটকানো কলিংবেল কান পেতে শোনে
না চেনা আত্মীয়।
আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অচেনা লাগে
অচেনা ধূলিঝড় আর এই হৃদয়ের কার্নিশে বৃষ্টির ফোঁটা।
............. ঋষি
=================================================
একটা মনখারাপের বেলা
চলে যাওয়া ধূলিঝড় সময়ের সাক্ষী বালিয়াড়ি।
মনের দরজা খুলে আকাশ ধরার ইচ্ছারা সব বেওয়ারিশ আজ
সব ইচ্ছাগুলো কূপমণ্ডুক নিজস্বতায়।
আজ আয়নায় দাঁড়িয়ে আমাকে দেখতে পারিস চলন্তিকা
আকাশের মেঘে আজও বৃষ্টি হয়।
একটা মনখারাপের দিন
পালিয়ে ফেরা নিজের কাছে বেওয়ারিশ লাশ।
আজ সূর্যের তাপ ,আকাশের মেঘ সবটাই জঘন্য ,সবটাই অপ্রয়োজনীয়
গলার কাছে আটকে তোকে না বলাটুকু ।
আয়নার দখলে নিজেকে রেখে
কেন যেন খুলে ফেলতে ইচ্ছে করে চিত্রগুপ্তের খাতার নাম্বার।
বেওয়ারিশ লাশ
দেওয়ালের আটকানো পরিসংখ্যানে ক্যালেন্ডারে বয়স।
সবটাই চলে যায় মানি
কিন্তু এই সময় একটা আকাঙ্খা একলা একাকার।
একটা মনখারাপের বেলা
চলে যাওয়া ধূলিঝড় কোনো বাঁধা মানে না সময়ের কাছে।
মনের দরজায় আটকানো কলিংবেল কান পেতে শোনে
না চেনা আত্মীয়।
আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অচেনা লাগে
অচেনা ধূলিঝড় আর এই হৃদয়ের কার্নিশে বৃষ্টির ফোঁটা।
No comments:
Post a Comment