Thursday, June 22, 2017

কিঁউকি তুম হি হো

কিঁউকি তুম হি হো
............... ঋষি
================================================
শেষ আলোটা জ্বলছে
দিয়া বুঝনেসে পেহলেকা জো ইন্তেকাল উস্কে লিয়ে।
কিঁউকি তুম হি হো
কারো কারো সুর হঠাৎ বদলায় ,কেউ কেউ নিরাপত্তার খোঁজে মাথা নোয়ায়।
কেউ কেউ ডুবে গভীর নিরাপত্তায়
আমি কতিপয়ের সাথে ডুবে আছি  গভীরতায়।

সোজা গাছ যখন শিকড় শক্ত করে বুকের ভিতর গভীরে যায়
যখন কোনো নিকট সম্পর্ক হঠাৎ কেমন অচেনা লাগে।
যখন ঝড় ওঠে ওঠে,ঘটে  হৃদয়ের দুর্যোগ ,বৃষ্টি ভরা দিন
তখন মনে পরে তোকে
কিঁউকি তুম হি হো।
তোর লাল সালোয়ারের লাল রংটা হৃদয়ের লালচে পারদ
এখনো বোঝা হয় নি  ভালোবাসার রং কি ?
তবে কেন যেন লাল রংটা কে ভালোবাসার  লাগে।
খুলে যায় লাল পর্দা
তোর গোলাপি  অন্তর্বাসে কেমন একটা মনখারাপের আদুরে পারফিউম ।
ভিজে পর্দায় ছুঁয়ে যাওয়া মলিন হাওয়া
বুকের ভিতর শিকড় গভীর গাছটা মাথা নারে
বুঝতে পারে গভীর গন্তব্য।

শেষ আলোটা জ্বলছে
দিয়ে জ্বলতে হে ,ফুল খিলতে  হ্যা।
কিঁউকি তুম হি হো
সময় বদলায় সময়ের গভীরে ছুঁয়ে থাকা মিষ্টি আস্তরণ।
আমি ডুবে আছি কতিপয় কথোপকথনের সাথে
শেষ বেলায় বেঁচে থাকা কোনো পাখির কোটরে।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...