Sunday, June 18, 2017

সাত পাঁকে বাঁধা

সাত পাঁকে বাঁধা
.......... ঋষি
=================================================
নিজের সাথে কথা বলছিলো বধূ
সময় কি শুধু গোত্রান্তরে জমে থাকা নিগ্রহ।
সময় বলে পুরুষের নামান্তর আসলে আদমের বিষফল
জানলার বাইরে সরে যাচ্ছে পর্দা।
বধুর মনে পড়ছে বিয়ের প্রথম রাত,বাসরঘর সেই লোকটাকে
যে জন্মান্তরে নাকি সাত পাঁকে বাঁধা।

বধূটি  কানাঘুষোয় শুনেছিল তার পতি দেবতার বাইরে একটা সম্পর্ক আছে
বিয়ের এত বছর পর বিশ্বাস করে নি ,কিন্তু সেদিন
সময়ের বিষযোগ।
হাতে পরে যায় স্বামীর মুঠোফোনে জমা থাকা কথোপকথন
মনে নাড়াঘাটা স্বামীর কিছু পরিবর্তন
কি লজ্জার।
তার স্বামী তাকে ছুঁয়ে পরগামী
কি করবে সে ?
জানলার বাইরে শনশন করে দুপুরে গরম হাওয়া
আর জানলার ভিতরে খাটের উপর শুয়ে তাদের দেড় বছরের শিশু।
কিছু বলতে পারে নি সে সব জেনেও  স্বামীকে
কিন্তু মনের ভিতর বধূর বিদ্রোহ জমা হয়ে জ্বলন্ত লাভা
নিজের আয়নায় নিজেকেই বধূর অসহ্য লাগে।

নিজের সাথে কথা বলছে বধূ
দূরদূরান্তরে মনে পড়ছে কত স্বপ্ন ,স্বামী ,সংসার,স্বপ্নের ঘর।
সব কি শুধু প্রহসন ,সব কি শুধু সাজানো তাসের ঘর
আর ভাবতে পারছে না ,কিছু একটা সিদ্ধান্ত নিতে চায় বধূ।
কি করবে সে ,নিজেকে পোড়াবে,নিজেকে মারবে
নাকি সময়ের সাথে শুধু বোঝাপড়া ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...