Saturday, November 9, 2013

RISHI026@GAMAIL.COM


### " আমার শহর (১২) "###
লেখক : ঋষি
*******************************
মৃত্তিকার ঘ্রাণ নেব বলে
খালি পায়ে শত জীর্ণ কলকাতার রাজপথে।
এক মুঠো সোনালী ধুলোর মাঝে আমি
এক অস্তিত্ব পৃথিবীর পথে।
এ পথে পদশব্দ গৌতম বুদ্ধের
এ পথে জয়ধ্বনি হিংস্র শাবকের।
শত সহস্র ধংসের মাঝে
এই পৃথিবীর অবাক শহর
আমার কলকাতা।

নির্বাক পৃথিবীর অর্থহীন কালি ধোঁয়া
বাজারী পণ্যের করাল ছায়া।
এ যুগ থেকে ও যুগের পথে
কিছুই  পিছু ছাড়ে নি.
লোভ ,ধ্বংস ,হিংস্রতা
মন্নত্তর থেকে দেশ ভাগ।
সব ছুঁয়ে আছে
এক মুঠো হাসি জড়ানো রাজপথে,
আমার শহর ,আমার কলকাতা।
*******************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...