Wednesday, November 27, 2013

RISHI026@GMAIL.COM


### " মুখোমুখি " ###
লেখক : ঋষি
******************************
টেবিলে মুখোমুখি আমি আর প্রেম
সামনে গড়িয়ে পরা কফি পেয়ালায় উষ্ণতা।
সঙ্গে আরো আছে
গরম গরম সিঙ্গারা আর তুমি।
পায়ে পায়ে ছুয়ে দি তোমায়
দূর এক হাত দুরে তো তুমি বসে।
মাঝে টেবিল আর দুই হাঁটু মন
সে এক শীতল দিনের আলোয়ান মোরা প্রেম।
প্রেম হাতছানি দেই
চুপটি করে চোখে চোখে প্রেম।
গরম কফির ধোঁয়ায় আবৃত অনাবৃত প্রেম
মেঘনা নদীর জল ,করে টলমল।
ধুর মেঘনা নদী কি ? ও তো জগ
জগের ভিতর জল ,খুব শীতল।
ঠান্ডা লাগলো  ,কেঁপে গেল খোলা বোতামে বুকটা
আচ্ছা ওপারে বুকটা কাঁপে।
টেবিলের মুখো মুখি আমি আর প্রেম
আর সময় যায় থেমে।
*******************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...