Friday, November 15, 2013

RISHI026@GMAIL.COM


### " প্রকৃতির অন্তরালে " ###
লেখক : ঋষি
*****************************************
ওরে দাঁড়া দাঁড়া
কি হলো তুই কাঁদিস কেন মেয়ে।
বলিস না তোর পোড়া যৌবন
ওমা ওকি তোর  বুকে কিসের ছেঁকা।
পুড়ে যাওয়া যৌবনে সাপের ছোবল
বিষ আর বিষ।

বিষে ঝলসানো তোর সতীত্ব
তুই কোথায় থাকিস মেয়ে।
সমাজের শেষ কিনারায় কুপমন্ডুক তোর পৃথিবী
শোন মেয়ে তুই কাঁদিস না।
সকালের রৌদ্রের মতো  তোর হৃদয়
হোক না তোর কপালে সিঁদুরে মেঘ।
ঢেকে দিক না যতো অস্তত্ব কালি
জানিস বৃষ্টি আসে।
ঠিক এমন দিনে প্রকৃতির প্রতিবাদে।
তোর নারীত্ব তো বলি যুগে যুগে
গোপন আর গহীন রাতে।

ভুলে যা মেয়ে তোর অস্তিত্ব
তুই মেয়ে।
শুধু মনে রাখ
তোকে বৃষ্টিতে ভিজতে হবে।
ধুয়ে দিয়ে উঠে দাঁড়া মেয়ে
সমাজের মুখে বিষ।
******************************************

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...