Wednesday, November 20, 2013

rishi026@gmail.com


## " বৃষ্টি এলো " ##
লেখক : ঋষি
***************************
এই পথের মোড়ে  পথ সরে গেল
বৃষ্টি এলো ,বৃষ্টি এলো।
অন্ধকারে চোখে আবছা ছায়া
নিজের ছায়া ,বিষের  ছায়া।
মিশে থাকা প্রেমে আঠালো ছায়া
ছুঁয়ে দিল ভিজিয়ে দিল
জানো তো ,
এই মাত্র বৃষ্টি এলো।

ভিজে যাওয়া শরীর, ভিজে ঠোঁট সব
অর্থহীন প্রেম কলরব।
সকাল  সন্ধ্যা হৃদয় গড়া
তোমার শব্দ ,তোমার মায়া।
একটা আকাশ ,মেঘের বাহার
বৃষ্টি  এলো, আকাল আড়াল ,
সব সামনে তুমি ,আমি
ভিজে সারা বৃষ্টি এলো।

এই পথের মোড়ে হৃদয় মরে
প্রেমের শব বৃষ্টি জলে।
শরীর বেয়ে প্রেমের জ্বালা
মহা জ্বালা ,বৃষ্টি এলো।
অন্ধকার পথ যে পরে
প্রেম গেল ,চলেই গেল।
আমি আছি বৃষ্টি ভিজে
আরো জোরে বৃষ্টি এলো।
*******************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...