Monday, November 25, 2013

rishi026@gmail.com


### " নিরুপায় " ###
লেখক -ঋষি
******************************
তুমি বললে সব কিছু ছেড়ে দেও
দিলাম ছেড়ে।
তুমি বললে বলে সকালের রৌদ্রে
নিজের অস্তিত্ব শুকিয়ে নিলাম।
ছিঁড়ে দিলাম গলার কাছে জমানো
অস্তিত্বের মালা।
তুমি বললে বলে একগলা জলে নেমে
ভাসিয়ে দিলাম স্বপ্নের বাড়িঘর।
নিজের অন্তর আত্মার কাছে
নিজেকে দিলাম বলি।
কিন্তু আজ কি বললে তুমি
কিভাবে বললে ,বলতে পারলে ?
কাঁচের মাঝে চির ধরলে জোড়া যায় না
ভাঙ্গা বাঁশি সুরেলা সুরে বাজানো যায় না।
জমানো ক্ষোভ উগরে দিলে বাঁধন ভাঙ্গে
মানা যায় না।
আর যাই হোক
তুমি বললে বলে তোমাকে হ্যা তোমাকে ,
কিছুতেই একা ছাড়া যায় না।
**********************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...