Wednesday, November 6, 2013

RISHI026@GMAIL.COM


### " আরতি চলছে " ###
লেখক : ঋষি
****************************
পুড়তে আর পোড়াতে  বলে দিলে
আর আসতে হবে না।
সেই মুহুর্তে হৃদয় মন্দিরে
শত সহস্র খোল করতালের শব্দ
আরতি চলছে।


তোমার চোখে এক সমুদ্র স্বপ্ন
শুষে  নিল ভুল রৌদ্র খরা।
শুকনো বুকে ধুধু বালিয়াড়ি
তৃষ্ণা শুধু তোমায় জড়িয়ে ধরা।
যুগান্তরী আবিষ্কার  এক হৃদয় মূর্তি
ভাঙ্গা মন্দির ,একলা পুজারী।
একলা সময় দুরে কোথাও
স্মৃতির পথ চলা।


আরতির পরে প্রসাদ
এক বাটি রক্ত আমার তোমার মুখে।
ভেঙ্গে গেল গড়া মূর্তির সমস্ত অবয়ব
শুধু  চোখ দু খানি জ্বলছে ,
জানো  আজও  আরতি চলছে।
****************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...