Wednesday, November 27, 2013

RISHI026@GMAIL.COM


### " অদৃশ্য ক্রন্দন " ###
লেখক : ঋষি
**************************************
নিজেকে ভোলাবার আগে
শেষ বারের মত আমি শুনতে চাই সেই ডাকটা।
মাঘ মাসে অলিন্দ শীতে
বুকের উপর দিয়ে হেঁটে যায় ভারী বুটের শব্দ।
বিষাক্ত অন্ধকারাছন্ন কুয়াসায়
নেমে আসে আকাশের পরীরা ভিক্ষার থালা হাতে।
সংখায় গোনা যায় না
গোনা যায় বুকের চাদরে বিছানো দাগগুলো।
স্নেহময়ী মায়ের অনাবৃত স্থনে কুকুরের দাঁত
হামলে পরে চুসে  নিতে চায় তৃপ্তির হিংস্রতা।
খিদে পায় যখন মা বলেন
ঘুমিয়ে পর খোকা না হলে খিদে আসবে।
আর তখনি
গর্জে ওঠে মানুষ ইতিহাসে অমানবিক বন্দুকের  চিত্কার।
ছিটকে পরা  কয়েক বিন্দু রক্তের দাগ মানুষের হাতে
আর আমি তাদের মাঝে একবিন্দু পাঁক।
শুনতে চাই
সোনালী  দিনের আকাঙ্খিত পদশব্দ।
*****************************************

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...