Sunday, November 3, 2013

rishi026@gmail.com


### " ইচ্ছা মতো " ###
লেখক : ঋষি
************************************
কখনো কেউ মেপেছে ইচ্ছার ডানা
আকাশ সুদূরে ,দুরে কোথাও ,
হয়তো  আরো কোথাও
অন্য কোথাও ইচ্ছাদের উপদ্রপ,
মায়াবী অনন্ত মনের দোষ।

বড় বেশি রঙিন সাত রঙা ইচ্ছা রং
কখনো জ্বলন্ত আগুন
কখনো নিভন্ত।
কখনো ইচ্ছা ভেজায়
কখনো ইচ্ছা ডুবন্ত।
কোনটা কার ,কোনটা কখন ,কোনটা কোথায়
কখন ছুঁয়ে যায়।
ইচ্ছে  করে ,হ্যা মাঝে মাঝে ইচ্ছা করা
অন্য কারো জীবন ছুঁয়ে যায়

ইচ্ছাদের জন্ম আছে মৃত্যু নেই
স্বপ্নের মতো জড়ানো নীলচে আলো।
মস্তিষ্কের নিউরনের লোভ বলা যায়
হয়তো কোনো গহীন কালের প্রহরে
আমাদের ইচ্ছা হয়।
****************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...