Friday, November 15, 2013

RISHI026@GMAIL.COM


### " গলন্ত মোমবাতি " ###
লেখক : ঋষি
*******************************
স্বপ্নের সিঁড়ি বেয়ে রাবনের সিঁড়িতে
মোমবাতির ভিজে ভিজে শুভ্র জ্বালা।
অদৃশ্য আগুনে পোড়া গোটা শৈশব
গলন্ত মোমবাতির আবছা ছায়া।

হৃদয় গহীনে এক অনন্ত বিশ্বাস
মনের বাহিরে অদূর বর্তমান।
দূরত্ব কম না বেশি
কিছু পথ পরে আরো পথ কমবেশি  .

আবার এক সন্ধ্যাতে
হৃদয় জানলায় দেখা পুরনো পথ।
একি ভুল যৌবনের আগুনে
একা হয়ে জ্বলতে থাকা।

আরো কিছু পথ পরে
পথের উপর অন্য পথে।
পথ হারিয়ে বহুদূরে স্বপ্ন দেশে
মোমবাতির ছায়া আর বিবেকহীন হায়া।

স্বপ্নের সিঁড়ি বেয়ে রাবনের সিঁড়িতে
কিছুটা পুরানো ,কিছুটা হারানো।
হাজারো  মায়া  ,আর বাকি
গলন্ত মোমবাতির আবছা ছায়া।
*****************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...