Thursday, November 21, 2013

RISHI026@GMAIL.COM


### " এরা কারা " ###
লেখক : ঋষি
**************************
সাম্রাজ্য থেকে শোষনের দাস।
সংখ্যা জানি না
বাঁচা অভ্যাস।
শ্মশানের গায়ে সোনালী ছাই
দুহাত মাটিতে মুক্তি চায়।
এরা কারা।

পোড়াব ,মারবো ,শৃঙ্খল চায়
উন্নতির নামে  মৃত্যু চায়।
লোহার আগুনে পুড়তে পুড়তে
শ্মশান সমাজে বাঁচতে চায়।
এরা করা।

অগ্ন্যুপাতের কড়াই ফুঁটছে
মিথ্যা আশায় গা ভাসায়।
সাম্রাজ্য সব ভেঙ্গে পরে যায়
জীবন তবে আছে কোথায়।
এরা কারা।

সিংহাসনে মাথা নিচু করে
বুঝতে জানে না
বাঁচে  কোথায় ।
সোনালী দিনের আশা নিয়ে বাঁচে
স্বপ্ন ধরার সাহস কোথায়।
এরা কারা।
***************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...