Thursday, November 21, 2013

RISHI026@GMAIL.COM


### " আসা যাওয়া " ###
লেখক : ঋষি
****************************
পায়ে পায়ে ত্রস্ত পায়ে
এগিয়ে যাওয়া।
ছুটে আসা সময়ের  বুকে
অন্য হাওয়া।

আজ  কাল পরশুর গল্প লিখে
লিখে ফেলি একটা জীবন
কত বেশ আয়ু !!!

দাঁড়িপাল্লার মুখে ওঠা পরা
একটা স্তব্ধ সকালের হাওয়া।

ক্লান্ত বিকেল  ,গম্বীর রাত
ঘুম নেই ,ঘুমের খোঁজ।

আজ ব্ল্যাক আউট চারিদিক
অন্ধকারে বুলেটের বুকে ছাপ
লাল রক্ত বীজ রোয়া।

নিশ্চিন্ত ল্যাম্পপোস্ট
একাকী ফুটপাথের সাথী
জীবন দাঁড়ায় যদি মহামিছিল ,বাঁচি !!!

মিছিলের সারি ,সারি মিছিল
যাওয়া আসা জীবনের ক্ষণে অর্বাচীন।
নিয়ম মাফিক কিছু পাওয়া
আর নীরবে  চলে যাওয়া।
******************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...