Thursday, November 14, 2013

RISHI026@GMAIL.COM



### " আবছায়া দূরত্ব " ###
লেখক : ঋষি
*************************************
আমি আর  আমাদের মাঝে এক ঢেউ লেগে আছে
একটা আঠালো জেদ,
একটা শব্দহীন নিস্তব্ধ অন্ধকার।

জানো তো শব্দ আর নিস্তব্ধ মাঝের দুরত্ব
অনেকটা জন্ম আর মৃত্যুর মতো।
আমাদের মাঝের দুরত্ব সেই কবেকার
যেদিন প্রথম আলোয় তোমার মুখ ,
যেদিন লজ্জায় রাঙানো লাল মুখ
যেদিন সানায়ের সুর হৃদয় অলিন্দে।
যেদিন জড়িয়ে ধরি তোমায়
সাত জন্মের আকাঙ্খার বুকে ,
আমি শুনেছিলাম ঢেউ- এর শব্দ
বড় নিস্তব্ধ গম্ভীর অন্ধকারে।
হৃদয়ের ঢেউ হৃদয় গভীর থেকে গভীরে
আজও  শোনা যায় ,
সেই ঢেউ-এর শব্দ নিস্তব্ধ জীবনে।
আজ ঢেউ ওঠে জীবনে রঙিন সাজে
আজ তুমি আছো  ,আমি আছি
শুধু সেই আবছায়া দূরত্বটা  থেকেই যায়।

আমি আর আমাদের মাঝে এক ঢেউ
একটা অস্তিত্ব গভীর মনে
ভাঙ্গে আবার জুড়ে যায়।
*************************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...