Friday, November 8, 2013

RISHI026@GMAIL.COM


### " সিগারেটের ধোঁয়া " ###
লেখক : ঋষি
_______________________
সকালের গোলাপের পাতায় শিশিরের  বিন্দু
ঘুম থেকে উঠে সোজা বারান্দায়।
আমার মুখে সিগারেট
সিগারেটের ধোঁয়া গোলাপের টব ছুয়ে যায়
গোলাপকেও।

আমার বুকে জমা নিকোটিন
প্রশ্ন গোলাপ তুই পবিত্র
তোর  বুকে কি ?
আমার বুকে আগুন
আমি ভাবি গোলাপ সুন্দুরী
ভাবনা তুই সাজানো নাকি ?
আমি সরল সাজানো নই।

ইচ্ছে হয় ,বড় ইচ্ছে হয়
ছিঁড়ে ফেলি সুন্দরী গোলাপ তোর পাঁপড়ি।
তোকে নিঙরে মেখে নি তোর যৌবন
জানি বলবি পাপিষ্ঠ
তোকেও এক ফুঁয়ে ওড়ায় সিগেরেটের ধোঁয়ায়।

_______________________

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...