Friday, November 15, 2013

RISHI026@GMAIL.COM


## " হে মানব তোমার পৃথিবী " ##
লেখক : ঋষি
*************************************
কতোবার  দগ্ধ করো তোমরা নিজেদের
সভ্যতার আগুনে আজ স্বপ্নের মায়া ,
কতোবার  পারো হে মানব।

তোমাদের সভ্যতায় সুমেরু থেকে কুমেরু
গোলকের প্রতি ইঞ্চি জমিতে কালোর হাতছানি।
কতোবার  লজ্জার  আড়ালে রাখো তিন হাত জমির আকুতি
কতোবার  পারো বলতে ভালো আছি।

সকালের সোনালী রৌদ্র ভেদ করে কালো কালি
পরে আছে জীর্ণ ফুটপাথে বিকৃতি পৃথিবী।
যিশুর রক্তক্ষরণ লেগে আছে পুন্যের পথে
কজন দেখো মুখ তুলে পৃথিবীর কষ্ট।

ফিরে আসা পাখির বাসায় শুন্যতা ছড়ানো
রক্তলোলুপ হিংস্রতা আজ  অরণ্যের ছায়ায়।
প্রেম ,পুণ্য সব আছে স্বপ্নে
কতোবার  কান পেতে শোনো পাখির কলরব।

হে মানব ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখো
নিজের বিশ্বাস সুদুর আঁধারে।
একবার নিজেকে বদলে দেখো
কতোবার  লজ্জিত তুমি আয়নার আলিঙ্গনে।

কতোবার  বলো কতোবার
তুমি ভাবো সভ্যতার আগামী সকাল ,
সত্যি বলো কতোবার।
**************************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...