Friday, November 15, 2013

RISHI026@GMAIL.COM


### " কবি " ###
লেখক : ঋষি
**********************************
হাট করে খোলা জানলার ওপাশে
এক বিশাল একলা ছায়া।
ধু ধু মাঠ ,ধু ধু রৌদ্রে
নিশ্চিন্ত বেশ নিশ্চিন্ত
আমি বসে ভাবনার ওপারে।

চাই না ছুঁয়ে দিক কেউ
ছো মেরে নিয়ে যাক আমার শান্তির ভাবনা।
আমি একা তবু একা নয়
মশা ,মাছি ,রৌদ্র ,বৃষ্টি ,মাটি
প্রকৃতি   তো আছে।
আমি একলা কই
আর আছে এক মাথা ভাবনা।
ভাবনার আগুনে ,আগুনের প্রেমে
আমি হাবুডুবু খাই ।

সময় যায় ঋতু বয়
জমে থাকা মেঘ আলগা হয়।
সময়ের সাথে
খোলা জানলার এপারে আমি।
ওপারে সেই কবি থেকে যায় ,,, একলা।
************************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...