Thursday, November 21, 2013

RISHI026@GMAIL.COM



### " অদৃশ্য স্পর্শ "###
লেখক : ঋষি
******************************
অদৃশ্য হাতের সন্ধানে বাড়ানো হাত
শীতের কুয়াসায় হিমেল স্পর্শ।
লোমকূপে লেগে থাকা অদৃশ্য তুমি
আর তোমাকে ছুঁতে চাওয়া আমি।

মেঘের ওপারে অনিদ্রার দেশে
তুমি এসেছিলে সুবর্ণ নদীর ধরে।
খোলা চুল ,খোলা অরণ্যে
এক ফোঁটা  শিশির মেখে গায়ে।
আমি অচিন্তন আলিঙ্গনে
তোমার হাতে হাত ছোঁয়াবো
আবার তোমায় ছুঁয়ে দেব।
গহীন অন্তরে স্তব্ধ অন্তরালে
অনিদ্রার দেশে মেঘের আড়ালে।

আবার ভালোবেসে রৌদ্র মাখা তুমি
তোমার সোনালী শাড়ির ঢেউ
হৃদয় সাগরে ঢেউ।
পথেঘাটে ছড়ানো তুমি
ছুঁয়ে দিতে পারি যখন তখন
কিন্তু এযে গভীর হৃদয়ের রক্তক্ষরণ।
অনন্ত ভাবনার ওপারে দাঁড়ানো তুমি
অস্পৃশ্য প্রেমের চিন্ময়ী
আর আমি স্পর্ধিত হৃদয়ের ধ্বনি।

অদৃশ্য হাতের সন্ধানে আমি
সে যে স্বর্গীয় প্রেমের চুম্বন।
এ হাতে লেগে আছে প্রেমের পরাগ
আর চোখের আড়ালে তুমি।
*******************************



No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...