Saturday, November 9, 2013

RISHI026@GMAIL.COM


### " আয়নায় পাগলামি  " ###
লেখক : ঋষি
*********************************
যখন অবুঝ সন্ধ্যেবেলা
গলির মোড়ে তেলে ভাজার ঠোঙ্গা ডাকে
তখন বলতে ইচ্ছে হয় মুক্তি দেও।

যখন গঙ্গার জলে স্তব্ধ সকাল হাই তোলে
ইচ্ছে হয় গলা চিরে বলি
আমার শহর।

প্রথম জমানো প্রেম ভিক্টোরিয়ার আড়ালে
চলন্ত ট্রামের জানলায়
যখন লুকোচুরি খেলে।
ইচ্ছে হয় বলি ফেলি
প্রেম দেও।

শুধু দেও আর দেও ,,,,,,,,

আচ্ছা আমরা সবাই বলি
দেও দেও
কিন্তু বিলিয়ে দিয়ে কখনো ভাবি
শান্তি দেও ,শান্তি দেও, শান্তি  সেও
শুধু শান্তি।

যখন সকাল বেলায় প্রথম শিশির
কুমোরটুলি পাড়ায় মার মুখে রৌদ্র
নগ্ন মা ,,,,কষ্ট  হয় ?

যখন ব্যর্থ বিছানার চাদর আঁকড়ে
অন্ধকার আঁচড়াতে থাকা
কেমন হয় ?
**********************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...