Monday, November 25, 2013

rishi026@gmail.com


### " বারংবার" ###
লেখক : ঋষি
***********************************
কতবার তো বলেছি আর কতবার বলবো
জানি না।
পূর্নিমার চাঁদে লেগে থাকা ঠাকুমার ঝুলি
আর সাতসাগর আর তের নদীর পারে।
বেঙ্গমা বেঙ্গমির দেশের সাথে জুড়ে
আমার রাজকন্যা আর আমি রাজপুত্র।
পক্ষীরাজে চেপে একি দেশে
এই নিরালায় এই আটশো স্কোয়ার ফিটে।

মন তোমায় তো কতবার বলেছি
এক একটা ব্যস্ত দিনের পর তোমার আশ্রয়ে।
তোমাকে আঁকড়ে ধরে নিদ্রা,অনিদ্রায়
ঝগড়া ঝাটি ,কান্না কাটি সবকিছুর পরে।
কোনো বিশেষ ক্ষণে তোমার প্রশ্রয়ে
আমি তোমায় ভালোবাসি।
আর জানি না কতবার বলবো
মন তোমাকে আমার মনের কথা।
**************************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...