Sunday, November 3, 2013

RISHI026@GMAIL.COM



### " তোমাকে পাবো আমি " ###
লেখক : ঋষি
***********************************
তোমাকে পাবো বলে
আজ সকাল থেকে চেনা দুপুর পেরিয়ে রাত্রি
এক সমুদ্র পারে তুমি
আমি এক সমুদ্র গভীর জলের যাত্রী

রোজ তো আবর্তন
পৃথিবীর পথে মনের মত
বাঁশি বাজায়  হ্যামিল্টনের বাঁশি বাদক
রূপক নয় ,রুপকথা
তোমাকে পাবো আমি

সুরের ছটায় ,ঘনঘটায় ,শব্দবহুল জীবন
তোমাকে পাবো বলে
হাত বাড়ানো একাকিত্বের আমন্ত্রণ
শব্দহীন জাদুঘরে প্রাচীন সুগন্ধ
তোমাকে পাবো আমি

তোমাকে পাবো  বলে
এক বিক্ষিপ্ত হৃদয়ের অগ্নুপাত
লেলিহীন লালচে চোখ নেশার জলপ্রপাত
আমার সামনে তুমি
**********************************

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...