Sunday, November 3, 2013

rishi026@gmail.com


### " শুধু এতটুকু " ###
লেখক : ঋষি
******************************
আটপৌড়ে  শরীর ভাজে ভাজে
কলাপাতার জমা জল।
গৃহস্থের রান্নাঘর ঘেঁষা দেওয়ালে
কিছু লুকোনো স্বপ্ন।
আয়নার সামনে সিঁদুরে মুখ
দড়ি বাঁধা জমিতে সাজানো পণ্য।
শুধু এতটুকু
নিত্য ঘেমে যাওয়া রান্নার মুখ।
মুখে তুলে দেওয়া শাকান্ন
সব ব্যর্থ একাকার নিজস্ব সামাজিকতায়।
বড় ছোটো লাগে সাজানো ঘরবাড়ি
এক আকাশ পাখির স্বপ্ন খাঁচায়।
লুকোচুরি দিয়ে উঁকি মারে ইচ্ছের খাতায়
দু চার কলামে চিতার খাট।
তার বেশি বার্থ্য জীবন
শুধু সাজানো সংসার।
*******************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...