Saturday, November 30, 2013

RISHI026@GMAIL.COM


### : বেওয়ারিশ শব্দ " ###
লেখক : ঋষি
********************************
জীবিত জীবনে অনর্থক শব্দের ভিড়
সব মূল্যহীন রক্তিম হাতছানি।
শব্দের কোলাহলে হলাহল পৃথিবীর ভাঁজে
শব্দগুলো সব জ্যান্ত বর্শা।
চিঁড়ে দিয়ে ঢুকে যায় মস্তিষ্ক নিউরনে
অনর্থক উদ্রিত বিষ পুড়িয়ে দেয়।
জীবন্ত সকালের রৌদ্র
কেড়ে নেই অজান্তে মনুষত্বের হিসেব।
কি দরকার এমন অনর্থক শব্দ
কি দরকার এমন বিষ কানে ঢালার।
বিংশ শতাব্দীর গুরুগম্ভীর পদধ্বনি
যদি শব্দ হয় চেতনায়,
কি দরকার চেতনা বিষময় করার।
এমনসব শব্দ বাতাসে মেশায় বিষ
কান পাতা দায় গলির মোড়ে মোড়ে।
সিগারেট দুষিত নেশাময় বিকেলে
রঙিন পৃথিবীর স্বাদ  জিভের ডগায়
কি দরকার এই বেওয়ারিশ শব্দের।
********************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...