Friday, November 1, 2013

RISHI026@GMAIL.COM


### " নিরুত্তর " ###
লেখক : ঋষি
*****************************
শেষ কবে ছুঁয়ে দেখেছি তোমায় ,
তোমার ঠোঁট ,তোমার উষ্ণতায়
শেষ কবে চান করেছি।

এই তো সেদিন
রাত জাগা চোখে তোমার আকুলতা।
তোমার বুকের রক্ত কণায় আমি
মিশে গেছি তোমার সাথে।
বেশি  দিন নয়
বছর কয়েক হবে।

ফেলে আসা সময়ের উত্তাপ মাখি
এসো সময় তোমায় ভালোবাসি।
শেষ কবে তুমি বদলাও নি
একি ছিলে ,
শুধু সরে যাওয়া ঘড়ির কাঁটায় সময়
হাসির খেলায় বদলে যাওয়া ,
এই তো দেখা যায় সেই দিন।

শেষ কবে কাছে এসেছি তোমার
পাঁচিলের গায়ে অদৃশ্য চোখ
শেষ কবে ভালোবেসেছি।
*******************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...