Sunday, November 17, 2013

rishi026@gmail.com


### " মৃত্যুর আগে " ###
লেখক : ঋষি
************************************
রাত তিনটের চাঁদের জ্যোত্স্নায়
রৌদ্র লেগে থাকে
বুঝিনি আগে।

পাঁচতলার ঘরের উপরে শালিখের বাসা
কবে যে সময় গড়ে গেছে
দেখিনি আগে।

বারন্দার ব্যালকনিতে সূর্যস্নাত জ্যোত্স্না
ক্যাকটাসের উপর আদুরে  হাত
দিই  নি আগে।

রেলিঙের ওপারে অন্য নিস্তব্ধ পৃথিবী
রাতজাগা পেঁচার শকুনের দৃষ্টি
পাই নি আগে।

বারান্দার চেয়ারে অন্য স্বপ্নে ঘুমিয়েছি
কিন্তু আকাশে মেঘের চাদরে স্বপ্ন
বুনি নি আগে।

হাত বাড়িয়ে জোত্স্না ছুঁয়েছি হৃদয় সম্বলে
আঁকি বাকি মাটির উপর অন্ধকার পৃথিবী
বলি নি আগে।

বারান্দার ওপারে  স্নেহময়ী রৌদ্র গায়ে মেখে
নিচে নেমেছি আগেও ,কিন্তু এত নিচে
নামি নি আগে।
**********************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...