Sunday, November 3, 2013

RISHI026@GMAIL.COM


### " অন্যরকম " ###
লেখক : ঋষি
*********************************
যদি পৃথিবীর অগতির গতিতে
প্রেম না হতো।
যদি কোনো সন্তান সম্ভাব্য নারীর কোটরে
জীবন না হতো।
যদি পৃথিবীর সাথে ঝগড়া করে
জীবন শান্ত হতো।
যদি রাত জাগা চোখে নষ্ট স্বপ্ন
চোখের জল না হতো।
যদি কোনো নারীর খোলা বুকে
কোনো স্হাপত্য না হতো।
যদি হৃদয় গোলাপে
কোনো কাঁটা না হতো।
যদি জীবনের বর্ধিত মূল্যের
আলাদা দাম না হতো।
যদি সকালের প্রথম আলোয়
হালকা মেজাজ না হতো।
যদি শীতল উত্তরে হাওয়ায়
শরীর শীতল না হতো।
যদি শরীরের রক্ত এক নেশাময় রাত্রির
উত্তপ্ত শরীর না হতো।
যদি প্রত্যাহিত জীবনে বাজার দর
অনিদিষ্ট সরল হতো।
যদি কালিময় অধ্যায়ে জীবনের
আলাদা ছাপ না হতো।
যদি পুরনো লুকোনো চিঠির
আলাদা গন্ধ না হতো।

তবে কি হতো
জীবনের অন্য দাম হতো।
সোজা সরল রেখা গুলো থাকতো
হাসি কান্নার গন্ধ কি হতো।
না জীবন
এতো রসালো সবুজ হতো।
না কি
এই জীবিত জীবন হতো।
********************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...