Wednesday, November 20, 2013

RISHI026@GMAIL.COM


###  " হাওয়া বদল " ###
লেখক : ঋষি
***************************
সহজ ভাবে নিজেকে নিতে গিয়ে
হাত বাড়িয়ে ছুঁয়েছি  তোমায়।
তোমার নিতম্বে হাত রেখে দেখেছি
চলে যাওয়া কোনো রূপসী নারী।

আহা লাবণ্যময়ী শরীর
আহা অদ্ভুত অন্ধকার রাখা নাভি মুলে।
শত সহস্র পদ্মের বেথ্যা
শত সহস্র নারীর কাদা।

অলংকার থেকে বোকা বাক্সে
উগরে ওঠা মস্তিস্ক পীড়ন
যুগের  হাওয়া  শরীর আদল।

অহংকৃত গয়নার নগ্নতা
ঠোঁটে ছুঁয়ে থাকা লিপষ্টিকের আদল।
চোখের কোনে জমানো কালি
যুগের হাওয়ায় অদলবদল।

ছুঁয়ে  দিয়েছে স্থন বৃন্ত
মেখে নিয়েছে সহজ লজ্জা।
চোখের জন্য জগৎ সাজানো
আর নারীর জন্য শরশয্যা।
*****************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...