Wednesday, November 6, 2013

RISHI026@GMAIL.COM


### " রমণীর প্রেম " ###
লেখক : ঋষি
********************************
আজকাল এক রোগ ধরে রাখে আমায়
একলা তারা গোনার লোভ।
কতো  কিছু করার ছিল
বৃক্ষ তলে শুয়ে শুয়ে পাতা ঝরা স্বপ্ন।

স্বপ্ন স্বপ্ন চাই ,জীবন মরণ
শরীর শরীর চাই , ক্লান্ত চরণ।
প্রতিশোধ স্পৃহায় আগুনে দৃষ্টি
ঠিক রমনীর বুক ভালবাসার লোভে।
লোভের আগুনে পোড়া নারীর বুক
বিভত্স্য হাহাকার সময় সময়ের পথে।
পুড়ে যায় ,জ্বলে যায়
ধর্মের পথ অধার্মিক হিংসায়,
ধর্ষিত প্রেম অলিক চাহিদায়।
খোলা বুকে রমনীর ঠোঁট ,রমনীর বুক
জ্বলে যায় ,জ্বলে যায় ,জ্বলে যায়।

এ রোগের কোনো নাম নেই
নেই কোনো লজ্জাহীন আহামরি গর্ব।
শুধু আছে এক বুক প্রেম
হাঁটু গেড়ে দাঁড়িয়ে প্রেমিকার পথে।
********************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...