Friday, November 15, 2013

RISHI026@GMAIL.COM


### "  ডানা কাটা পরী " ###
লেখক : ঋষি
********************************
নিস্তরঙ্গ শরীর অবয়বে মেঘলা ছায়া
আয়নার সামনে নগ্ন তুমি।
কি জেনো বেশ
এক ডানা কাটা পরী.
কচি খুব কচি মিহিন কাঁচের চুঁড়ি
সিঁথির আড়ালে আমায় লুকিয়ে রাখো।
এক মুহুর্তের পাগলপারা অন্তর দহন
অন্তরীক্ষে এক অজানার পথে ,
সেই যে সাত সাগরার পাড়ে
এক অচিন স্বপ্ন পরী ,
তোমার হাত ধরে হাতে।

আল্পনার শাড়িতে নিজেকে ভিজিয়ে
সুন্দর করে সাজিয়ে রাখো।
তপ্ত নি:শ্বাসে অন্তর দৃষ্টিতে
আমাকে জড়িয়ে রাখো। ,
পায়ের নুপুরে রুনঝুন রুনঝুন
যাতে ভাঙ্গা কাঁচ না লাগে
আমি তো আছি
চলার পথে গোলাপ  বিছিয়ে
কাঁটা গুলো যে  সরিয়ে  রাখে।
বেশ না
আমার দানা কাটা পরী।
**********************************

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...