Sunday, August 16, 2015

তোমাদের বরাদ্দ

তোমাদের বরাদ্দ
....................... ঋষি
=================================================
বন্দুকের নলটা সটান তাক করা আছে তোমার দিকে
কি সহজে যে কেউ তোমাকে বলতে পারে কুলটা।
কি সহজে যে কেউ তোমাকে বলতে পারে বারবনিতা
তোমার ওঠাবসা ,খাওয়া ,শোয়া  নিয়মমাফিক।
জন্ম থেকে শেখা তোমাদের নিয়মের সূর্য দেখা
আর তোমার শরীর সে তো সামাজিক পুরুষের বিছানা ,
সবটাই পুরুষের  স্বার্থে তুমি ইউসড মেটেরিয়াল।
নিয়ম তুমি ভাঙ্গতে পারো না
তবেই ফায়ার,,,,,,,,, তুমি সমাজ বহিষ্কৃত,বাজে মেয়েছেলে।

সমাজের সাজানো মোমের নিয়মে গলতে থাকা ফোস্কা তোমার গায়ে
কিন্তু জানো প্রেম মানে কি ?
মেয়ে মাকড়শার সামনে পুরুষ মাকড়শার সুইসাইডাল প্রেম,
 মক্ষীরানীর সামনে খুদে মৌমাছি শ্রমিকের প্রেম।
রেপিস্ট হাঁসের প্রতি হংসীর প্রেম,
ডলফিনের হরণ বা অপহরণমূলক প্রেম।
সতী নারীর পতিপ্রেম , বড়োলোকের বেশ্যা প্রেম
সন্তানের মায়ের প্রতি প্রেম।
সবই তো প্রেম এগুলো ,সবখানেই তুমি আছো
অথচ তোমার বরাদ্দ সংসার আর তাকে ঘিরে থাকা রান্নাবাটি খেলা।
তার বাইরে  ভাবতে নেই তোমাদের
তার বাইরে বলতে নেই।

কেন ?,,,,,,,,,,,,,,,,প্রশ্ন করো না
সভ্যতা যে সারল্য শেখায় তোমাদের, কাঁচের-পাথরবাটির মতো।
সেখানে দিনে রাতে কুটনো কোটো ,,মশলা বাটো
খবরদার তার  বাইরে ভেবো না।
পতি পরম গুরু ,সে যেমনি হোক ,স্বয়ং শিব
তুমি জন্ম থেকে পতিব্রতা,শান্ত ,নরম  যেমন ভিজে মাটি সন্তানের ধারক।
সমাজ  এমন চায় ,পুরুষ যেমন চায়
ঠিক তেমন তৈরী করো নিজেকে
ঈশ্বরে বিশ্বাস রাখো ,বিশ্বাস রাখো সমাজের পৌরুষ নিয়মে।

..
(বিদ্র : এই কবিতার সমস্ত দায় আমার ,আপনাদের শুধু ভালোলাগাটুকু। )

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...