Sunday, August 9, 2015

ঠিকানা হৃদয়পুর

ঠিকানা হৃদয়পুর
................ ঋষি
=======================================

জুতো ছেড়ে ঘরে ঢুকলে তুমি
ছেড়ে গেলে পুরনো পায়ের মাপের কিছুটা সময়।
দরজা বন্ধ ,জানলা বন্ধ
আমার নিঃশ্বাস।
রোল হচ্ছে রাত ঘরের ভিতর
মনের ভিতর বেড কভার ,রাত বারোটার ঘন্টা।

টিকিট কিনলাম
বাসের কনট্রাক্টটরকে  বল্লাম ঠিকানা হৃদয়পুর।
হাসলে খুব তুমি ,আমিও হাসলাম
আমার কান্নায় পিছলা তোমার পদচরণ
ভিজে যাচ্ছে।

কনট্রাক্টটর হাসছে ,সহযাত্রীরা হাসছে
খিদে জ্বাল হচ্ছে হৃদয়পুরে।
আপদকালীন ত্রাণশিবিরে মস্ত লাইন
খিচুরী ,সাথে একটু ব্যাস্ততা
ভেসে যাচ্ছে সময় ,চারিদিকে থৈ থৈ জল।

জুতো ছেড়ে তুমি শাড়িটা পায়ে তুললে
জলের উপর দিয়ে তুমি হাঁটছো।
চারিদিকে চোখের পাতায় জল ,ভিষণ ভয়  আমার
তুমি পাড়ে উঠলে চারিদিকে অন্ধকার।
দড়াম করে একটা শব্দ হলো মুখের উপর
তুমি দরজা বন্ধ করলে।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...