Saturday, August 15, 2015

ঈশ্বর এখনো টয়লেটে

ঈশ্বর এখনো টয়লেটে
.............. ঋষি
===================================================
হাতে সবার থ্রি ডাইমেনসানাল  পৃথিবী
অথচ  ঈশ্বরকে প্রশ্ন করলাম আচ্ছা মানুষের শান্তি কোথাই।
ঈশ্বর মুচকি হাসলেন  
বললেন একটু টয়লেট থেকে ঘুরে আসি ,, পেটভার।
ঈশ্বর আর ফেরেন নি
অথচ  আমাদের মোবাইল স্ক্রিনে  গুগোলসার্চে  অবিরাম  ঈশ্বর।

আমি অপেক্ষায় ছিলাম
আমার মতন অনেকে অপেক্ষায় আছেন নিজের নিজের টয়লেটের  দরজায়।
ঈশ্বর বেরোবেন ,,কখন ফ্লাশের শব্দ হবে
অথচ চেতনা থামছে না ,পেটের  ভিতর বাড়তে থাকা পাপ।
ফ্লাশ   দরকার
পৃথিবীব্যাপী বিশাল ভাল্ব সবার ভিতরে ঠিক  ফুটবলের পেটের  মতন।
দমাদম লাথি পেটের  উপর
পেট ফাটছে
ঈশ্বর বেরোচ্ছেন  না।

বিয়ারের ক্যান হাতে সবাই তাকিয়ে সামনে মেয়েটার দিকে
মেয়েটা এখানে ঈশ্বরের মতন পবিত্র।
সবার চোখে লেগে আছে মেয়েটার নিচের থেকে উপরে
আবার উপর থেকে নিচে।
কিন্তু মেয়েটার ভিতরে কেউ ঢুকছে না
যেমন ঈশ্বর এখনো টয়লেটে।

  

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...