Wednesday, August 5, 2015

অন্য শহরে

অন্য শহরে ................... ঋষি ===================================== মনগড়া শহর কে নিয়ে লেখা হচ্ছে কবিতা কবিতার ধারে এক শীতল নদী। প্রায় মৃতপ্রায় তার প্রবাহে অসংখ্য টান মাটির শুকিয়ে যাচ্ছে সময়ের উপর। ক্রমশ বিবর্তমান সময় চান করছে ,চানের ঘরে ডার্কআউট। চানের ঘরে বাথটবে মাথা ডুবিয়ে মরে পরে আছি। ভাবলেই মনে হয় দরজায় কলিংবেল বাজলো কেউ এলো কি ? সময় দরজা খুলে দেখি মাথা উঁচু করে দাঁড়িয়ে মেরুদন্ড। সে এখনো মরে নি হাতে তার আগামী প্রজন্মের জন্মের ইতিহাস। হাতে তার প্রচুর সময় আমার মতন মরার সময় তাকে খুঁজতে হয় না। করতে হয় অযুতনিযুত অসংখ্য টানাপোড়েন মাঝে জীবিত থাকার নাটকগুলো। মনগড়া শহরকে নিয়ে লেখা হচ্ছে কবিতা কবিতার চারধারে অসংখ্য স্পন্দন। কান পেতে শোনা যাচ্ছে হার্টবিট গুলো ধুকপুক ধুকপুক আমার মতন কেউ কবিতা লিখছে ,আমার শরীরে বসে। আর আমি চানের ঘরে শুয়ে দিন গুনছি শুকিয়ে যাওয়া নদীর ভরা প্লাবনের।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...