Thursday, August 6, 2015

ঈশ্বরের স্পর্শে

ঈশ্বরের স্পর্শে
.................. ঋষি
===================================================
তোকে ভালোবাসতে ইচ্ছে করছে
তোকে জড়িয়ে কাটিয়ে দিতে ইচ্ছে করছে ঈশ্বরের মতন।
প্রতিটা মন্দিরের ঘন্টার শব্দে অলংকার
তোর চোখে মুখে লাল আভা ,আদুরে ছোঁয়া।
তোকে আমার ছুঁতে ইচ্ছে করছে
আদরে স্পর্শ তোর ঠোঁটে।

এক একটা দিন খুলে পরছে সময়ের পালকে
নিঃস্ব কোনো পাখি সোজা তোর জানলায়।
তুই হাত বাড়িয়ে আছিস ,তুই হৃদয় খুলে আছিস
আমি চুমু দিয়ে ,খাচ্ছি তোর ঠোঁট।
জানলা খুলছে আরো আরো আলো
আমার চারপাশে।
তোকে আজ পেতে ইচ্ছে করছে পাগল রঙের কোনো আঙ্গিনায়
এক একটা ইচ্ছারা পুজোর ফুল তোর পায়ে।
আমার তোকে আদর করতে ইচ্ছে করছে
খুলে পরছে লোভ ,হিংসা ,অভিমান ,সমস্ত ডিকসানারির অন্ধকারগুলো।
আলো চাইছে হৃদয় ,তোকে
আরো কাছে ,খুব কাছে।

তোকে ভালোবাসতে ইচ্ছে করছে
তোকে প্রার্থনা করছে হৃদয় নীল আকাশের মতন।
ঈশ্বরে ঘ্রাণে ,ঈশ্বরে ধ্যানে চারিপাশে পুস্প বৃষ্টি হচ্ছে
সমস্ত অধিকারের বাইরে আদর চাইছে সময়।
মিশে গিয়ে মাটির সাথে তোর শরীরের গন্ধ
আদরের স্পর্শ তোর ঠোঁটে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...