Wednesday, August 5, 2015

নতুন আগামী

নতুন আগামী
................ ঋষি
===========================================
আশা তোমায় রাখতে হবে হে অন্ধকার মানুষ
ক্ষীন শরীরে শেষ আশাটুকু ফোরাবার আগে।
পাতায় ছাওয়া কুটির থেকে হামাগুড়ি দিয়ে বেড়িয়ে আসবে
নতুন জন্ম ,আধভাঙ্গা কথা ,নতুন দিগন্ত।
সবুজের মতন কিছু তুমি ছিটিয়ে দেবে অন্ধকারের গায়ে
অরুন্ধতী,কালপুরুষেরা বিস্মিত চোখে দেখবে তোমায়
নতুন দিন ,নতুন সূর্য ,এক আদুরে সকাল।

আততায়ীরা আছে থাকবে
বিস্ফোরণ ঘটবে সবুজের মাঝে অন্ধকারের জন্য।
ধর্ষকরা আছে থাকবে
খুবলে খাবে মাংসের যোনি সর্বত্র পশুত্বে।
কুসংস্কার ,অশিক্ষা ,নির্যাতন,অনসন ,অনাহার
ভূমি ,বন্যা ,জীবন ,যন্ত্রণা সব থাকবে।
তবু তোমায় আশা রাখতে হবে হে অন্ধকার মানুষ
যারা আছে, তারা আছে। যারা নেই, তারাও আছে ।
কোথায়?
এই সময় ,অসময়।

দূরে কোথাও তুমি জ্বেলে দেবে সদ্য প্রদীপের আলো
কোনো দৈত্যের মত অদ্ভূত স্পৃহায় জ্বলে উঠবে আশা।
আবারও একটা দিন ,আমার, তোমার,সবার
মঙ্গলময় সময় ,চারিদিকে ঈশ্বরের উপলব্ধি।
জ্ঞান ,সত্য ,বিশ্বাস,,,,,, সত্যি ,সত্যি সত্যি
আশা তোমায় রাখতে হবে হে অন্ধকার মানুষ
সন্ধ্যার আগে ঝাড়লন্ঠন জ্বলবে নতুন আগামী।



No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...