Sunday, August 30, 2015

কোথাও তুমি

কোথাও তুমি
............... ঋষি
============================================
তীব্র কথোপকথন নাই বা হোক
যতটুকু সবটাই সম্বল থাক আগামী বোঝাপড়ার।
ঝড়ের কাছে ঘাড় মোটকে পরা নারকেল গাছটার খবর
কেউ না রাখুক
আমি জানি তুমি রাখবে আমার খবর।

শহর পেড়িয়ে বন্দরে
যেখানে প্রতিদিন হাজারো বোঝাপড়া ব্যবসার নামে।
সেখানে জাহাজে একটা মাস্তুল বড় দরকারী
হাওয়া লাগাবার ,ভেসে যাবার।
ঠিক সেই ভিক্টোরিয়ার এক্কা গাড়ি
যার উপর থেকে  একটা পৃথিবী বড় বেশি জীবন্ত।
যেখানে বসে বড় বেশি ইলেকট্রফায়িং এই শহরের চঞ্চলতা
তোমার দুচোখের মতন।
সামনের সিটে হেলান দিয়ে এই পৃথিবীর শোভনতায়
কোথাও আমি
ভীষণ সচল তোমার দু চোখে।

তীব্র কথোপকথন নাই বা হোক
যতটুকু আশা এই বেঁচে থাকা সবটাই আগামী কালের।
প্রকৃতির ধিক্কারে সবুজ ছাড়িয়ে যতই লাল হোক সময়
পাশে কেউ না থাকুক
আমি জানি তুমি থাকবে আগের মতন।  

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...