Friday, August 21, 2015

ট্রেন লাইন


ট্রেন লাইন 
.............. ঋষি 
==============================================

কোনো ট্রেনের লাইনে যদি স্তব্ধতা নামে 
তুমি হেঁটে আসো  আমার দিকে। 
সম্পূর্ণ স্টেশন ,তারপর সম্পূর্ণতা 
যদি ফিস ফিস আমায় করে, আমায় দেখে।
বোলো  না জানি ঈশ্বর  ইন্দ্রিয় ,,তোমাদের ষষ্ঠ  ইন্দ্রিয় 
সব জানে সব বোঝে একটু হেসে। 

এই তো সবে ফেলে আসা সময়ের 
বেঁধে রাখা কালক্রম। 
ভূত পঞ্জিকায়  লেখা নিয়মিত ব্যতিক্রম 
স্বর ধাতু ,ফাল্গুনী রাশি  ,মৃত্যু কাল্পনিক 
অনন্ত হাসি। 
একলা থেকো  না ,সময় রেখো না হৃদয় 
কেটে যাওয়া যুগ  ,না বলা কথা ,জমানো যন্ত্রণা। 
জানি জীবন শান্ত না 
কাটছে সময় যেমন করে 
রোজ 
অবিরত 
ক্রমাগত।

কোনো ট্রেন  লাইনে ধরে একাকী স্তব্ধতা 
হুইসেল বাজছে  ,টেন আসছে একের পর এক। 
সম্পূর্ণ  স্টেশন  ক্রমাগত বদলানো সিগনাল 
লাল  আবার সবুজ। 
বোলো না জানি ঈশ্বর ইন্দ্রিয় ,,তোমার  ষষ্ঠ  ইন্দ্রিয়
সব জানে সব বোঝে একটু হেসে। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...