Wednesday, August 5, 2015

সময়ের মতন

সময়ের মতন
................... ঋষি
===========================================

কথাগুলো ফুরিয়ে গেছে তোর আমার
মাঝখানের দরজা খুলে একটা স্যাতস্যাতে হাওয়া।
পাগলামি করছে
জানলাগুলো ছুটোছুটি করছে ,আছড়ে পরছে
বুকের উপর।
কিছু বলবে সে ,কি বলবে সে ?

তখন  কে যেন বলতো স্বপ্নদের কথা
খোলা হাওয়ায় গা ভাসাতো স্বপ্নের ডিঙ্গি।
দূরে খুব দূরে কোনো আদুরে বিছানায়
উপসি রঙের একটা চাদরে
তুই  ঢাকা ছিলিস।
তুই  ঢাকা ছিলিস সর্বত্র হৃদয়ের কুঠরিতে আমার খুব কাছে
এখনো আছিস পাশে।
ঠিক যেমন বালিশের দূরত্বে একটা সম্পর্ক থাকে
ঠিক যেমন বিছানার চাদরে কিছু লজ্জা থাকে ,
ঠিক একটা সময়ের মতন আমার কাছে।

কথাগুলো ফুরিয়ে গেছে তোর আমার
মাঝখানে অসংখ্য প্রশ্নের ফাঁদে আটকানো হৃদয় মাকড়সার জাল।
পাগলামি করছে
জড়িয়ে যাচ্ছে জালে বারংবার কথাগুলো।
বুকের উপর
শুনতে চাইছে ,কি বলবে সে  ?

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...