Tuesday, August 25, 2015

আবার ওয়েদিপাউস

আবার ওয়েদিপাউস
.............. ঋষি
=============================================
সকলে সম্রাট হয় না
আসলে সম্রাট যদিও বা হয়,
ওয়েদিপাউস কদাচ নয়।
ডুবজলে যে নিঃশ্বাস বন্ধ করে
প্রশ্বাস’-এর প্রটোগনিস্ট কেউ কেউ হয়
কিন্তু মাদার ফাকার তাকে বলে না।

সমুদ্রগুপ্তের  সময় থেকে সকলে কাপড় সরিয়ে হিস করে
কেউ কেউ আবার শিশুদের মতন অম্বলে ,, কাঁথায় ,
কিন্তু সকলে শিশু হয় না।
কেউ কেউ জন্মকে শরীর করে দেখে ,
প্লিস ক্ষমা করবেন সত্যি বলছি তাই
ইতিহাস দেখুন ,একটু ঘাটুন।
কিন্তু মাদার ফাকার তাকে বলে না
বলে সময়কে ,বলে নিসঙ্গতাকে ,বলে বাড়ন্ত যৌবনকে।
বলে সমাজকে ,বলে দেশকে ,আরো বড় বিশ্বকে
যেখানে জীবন্ত রেপড ইতিহাস বারংবার।
যেখানে বিছানার চাদরে বিংশ শতাব্দী কাঁদে নারীর মতন
সম্রাট হাসেন ,সময় হাসে।
জীবন্ত মাদার ফাকাররা গুন্ডামি করে অলিতে গলিতে
যেখানে বিশ্বের অলিতে গলিতে সত্য বিক্রি কাগুজে নোটে।

সম্রাটের সামনে দাঁড়িয়ে থাকা নতমুখে মানুষ
একটু মুখ খুলুন সম্রাট হিস করছেন ,মানুষ অসহায়,
সময় মুখ  ভেংচাচ্ছে  ফাকারে মতন , মানুষ কাঁদছে।
ডুবজলে যে নিঃশ্বাস বন্ধ করে
প্রশ্বাস’-এর প্রটোগনিস্ট নিচের কাপড় সরালো
সম্রাট দাঁড়িয়ে হা করে  সত্যি মনুষত্ব হিসি করছে।
.
( কবিতার সকল খারাপ আমার ,আর ভালোটুকু সকলের।আমার কাউকে কোনভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। )

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...