Thursday, August 13, 2015

নির্বাসিত বাঁচা

নির্বাসিত বাঁচা
,,,,,,,,,,,,,,, ঋষি
==========================================

ছায়া পরে
আলোরা কষ্ট এঁকে  রাখে ভালোবাসে বলে।
তুই বলেছিলিস
আমি দাঁড়িয়ে আছি আলোর পিছনে।
আচ্ছা আলোর কি সত্যি অন্ধকারে থাকে
অন্ধকার ছাড়া আলো কে ভালোবাসে।

কোনো অন্ধকার রাতে
নিশির ডাকের মতন আলোর চলে যায় একটা বিম ধরে।
আলোর বিম
আর অন্ধকার সে তো ঘিরে থাকে
আলেয়া।

কোনো বালি বালি স্বপ্ন নিয়ে কাঁচের টুকরো
চুর্ণবিচুর্ণ সম্পর্কের ব্রীজে সাজানো উপাখ্যান।
অন্ধকার ছিঁড়ে আলো
দয়া ,মায়া ,প্রেম ,বেঁচে থাকা
এখনো জীবিত আমি।

ছায়া সব ছায়া
আলোর পথ আগলে দাঁড়ানো আমার ছায়া।
তুই বলেছিলিস
আমি দাঁড়িয়ে আছি আলোর পিছনে।
ঠিক তাই ,কার ছায়া
নামহীন ,গোত্রহীন কোনো নির্বাসিত বেঁচে ফেরা।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...