Saturday, August 1, 2015

বাজলো তোমার আলোর বেণু

বাজলো তোমার আলোর বেণু
................. ঋষি
===========================================

তুমি সুমারি নিয়ে আসছো
তোমার হাতে হাজারো কুঁচো ফুল।
বাজারময় পিচ্ছিল কাদাকাদা, জল জমছে
প্রতিটা দরজায়।
নিঃঝুম চুপ কারাগার থেকে অজস্র শব্দ উঠে আসছে
ঢাক বাজছে ,ধুনোর গন্ধ
কেমন একটা মা মা গন্ধ তোমার গায়ে।

তুমি আসছো
শিল্পের চোখ ,শিল্পীর চোখ আটকে আছে তোমার আসায়।
রেডিওতে নিয়ম মাফিক আবারও বাজবে
বাজলো তোমার আলোর বেণু।
সবটাই সাধারণ
অসাধারণ তোমার প্রদীপ্ত রূপ।
তোমার ভুবনমোহিনী রূপ
শুনতে পারছো মা ঢাক বাজছে ,সুতো জুড়ে শরতের আলোয় চোখ।
উজ্বল
অথচ
একি মা তুমি ভুলছো আমাদের ,আমাদের বেঁচে থাকা।
টুকরো টুকরো জীবিকায় বন্যার জল,
গলা অবধি ডুবে আমরা।

তুমি সুমারি করছো
জন্ম দিচ্ছ প্রতিদিন অবিরত প্রাণ তোমার ইচ্ছায়।
বাজারময় ছড়িয়ে কাদা কাদা জীবন অনাবৃত শরীর
প্রতিটা হৃতপিন্ডে।
স্যাকারিনে ছোঁয়া , আমরা আছি মা
তোমার বেঁচে থাকায় ,তোমার সাথে
একবার দেখো এ বাজারে অসংখ্য পণ্য। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...