Thursday, August 20, 2015

তারপর ফুলস্টপ

তারপর ফুলস্টপ 
................. ঋষি
==========================================

তোর কথাগুলো কোথাও ফুলস্টপ পরে 
তারপর আর তারপর। 
সদ্য পার ভাঙ্গা শাড়ির মতন একটা বেয়ারা চাকচিক্য আছে 
অথচ তুই নেই। 
তুই সেই বেয়ারা শাড়িটা পরে 
আর তোর আঁচলে বাঁধা অদৃশ্য কষ্টরা।

একা থাকবি ভেবে একটা অচেনা দেশের নিরুদ্রপ নাগরিক তুই 
তোর দেশে বরফ পরে ,বরফ গলে জল.
অথচ নোনতা ভাব তোর দুগাল বেয়ে 
আমার কষ্ট লাগে। 
কষ্টরা সব স্বাধীন আকাশের পাখি 
কেউ কেউ দেশে ,কেউ বা বিদেশে পাশাপাশি 
তবু পাশাপাশি,পাকাপাকি। 

তোর কথাগুলো কোথাও ফুলস্টপ পরে 
তারপর আর তারপর। 
সদ্য কলমের নিবে লেগে থাকা অভিমান আমার তোর কাছে 
আলেয়ার মতন কিছু। 
হয়তোবা সময়ের মতন কিছু 
জড়িয়ে ধরে সদ্য পাড় ভাঙ্গা শাড়ি তোর গায়ে। 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...