Sunday, August 9, 2015

ইচ্ছাদের প্রতিবাদ

ইচ্ছাদের প্রতিবাদ
................... ঋষি
==========================================
ইচ্ছেরা প্রতিবাদ করছে
মনগড়া শহর থেকে উঠে আসছে মিছিলের শব্দ।
কাগজের সেলুলয়েডে বন্দী কিছু কথা
কৃত্রিম ক্রন্দন। কাগুজে খিলখিল।
নিস্তব্ধতা
ভেজা কলমের দায়ে জীবিত জীবন।

আটকে আছে জীবন
যেমন থাকে স্কোয়ারফিটে, কিলো মিটারে ,কিলোগ্রামে।
জ্যামিতিক ডায়াগ্রামে কিংবা ইকনমিক্সের গ্রাফে
কিংবা হতে পারে ভৌগলিক ম্যাপে।
কিন্তু কোথাই একটা ইচ্ছে জীবন রাখা
লুকিয়ে কোথাও ইচ্ছে মাঝে।

 স্বপ্নের শহরে কাগজের এরোপ্লেনগুলো  ক্রমাগত
ক্র্যাস করছে একের পর এক মস্তিষ্ক নিউরনে।
অনবরত ,অসংখ্য টানেল দিয়ে হৃদয় পরিবাহী
সপ্তসুরগুলো মোটেই নিয়মমাফিক নয়।

মনগড়া শহরের রাস্তায় মোমের মিছিল
মোমবাতি জ্বলছে ,সঙ্গে গ্যাস কার্বন ,কালি।
ক্রমাগত পথচলা খালি
খালি পায়ে ,খালি পোশাকি ,খালি নিয়মে।
অসংখ্য আঁচড় কাগজের উপরে
মমতাজ ইচ্ছাদের প্রতিবাদ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...