Wednesday, August 26, 2015

দরজা খুলছি

দরজা খুলছি
............... ঋষি
=============================================

বাইরে দরজায় কড়া  নাড়লো কেউ
অস্পৃশ্য রৌদ্রের মতন অন্ধকারে দাঁড়িয়ে কেউ।
আমি শুনছি শব্দগুলো
নিজেকে পেতে দিলাম দরজার কাছে।
জীবন পেতে দিলাম হৃদয়ের কাছে
দরজা খুলছি চুপ।

কেউ কেউ অবিরত অপেক্ষায় থাকে এক রাত পূর্নিমার
কেউ বা অমাবস্যা হয়ে বসে থাকে।
কিন্তু অপেক্ষা
সেতো  একটা আকাশ ,একটা খোলা আকাশে।
বেঁচে থাকার নীলে  আলোকময় একটা দিন
কোনো টর্চ দরকার নেই।
দরকার নেই কোনো লন্ঠনের  অনাবশ্যক আলোর
একটা পদশব্দের অপেক্ষায় কান পেতে আছি।
দরজা কড়া নাড়ছে কেউ
দরজা খুলছি চুপ।

বাইরে দরজায় কড়া  নাড়লো কেউ
অস্পৃশ্য অভিজ্য়তার মতন অচেনা কেউ দরজায়।
আমি শুনছি একটা আকাশ
নিজেকে খুলে রাখলাম অপেক্ষার দরজায়।
জীবন মেপে রাখলাম আগামীর  সকালে
দরজা খুলছি চুপ।

  

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...