Friday, August 28, 2015

এক মুঠো খিদে


এক মুঠো খিদে
............. ঋষি
===========================================
ধুমকেতু এসে পরে  বুকে 
,,,,,যন্ত্রণা নিয়ে। 
কাঁদতে থাকা এক মুঠো চাল ,সাদা দুধের মতন ভাত 
,,,,,,এক মুঠো খিদে। 
মানুষের ভিতরে বাইরে বাড়তে থাকা ছাপ
খোলা আকাশের নিচে 
এক পৃথিবী আলোড়ন টুকরো টুকরো ছবি। 

সামনের আয়নায় ধরা যায় যাকে 
বিলাস মুখর জীবনযাপন ,, সবাই বাঁচতে চাই সুখের পাশে। 
রাস্তার কুকুরের পাশে শুয়ে থাকে খিদে 
কুকুরের বাচ্চা। 
নিস্তব্ধ অন্ধকারে নারী যোনির ভিতর উঁকি মারে খিদে 
তরল প্রেম ,কোনো রং ছাড়া। 
ভিজে যাওয়া সময়ের স্যানটোরি ন্যাপকিন 
ছোটো ছোটো দাগ ,কেমন একটা গা বমি নালার পাশে শুয়ে। 
আমার মতন কেউ ,তোমার কাছে 
ধুপকাঠি বিক্রি করতে আসে। 


ধুমকেতু এসে পরে  বুকে 
,,,,,যন্ত্রণা জেগে। 
কাঁদতে থাকে সময়ের মাঠে শুকিয়ে যাওয়া ফসলের দরবার 
,,,,,মাথার ভিতর  শূন্যস্থান।
বোবা জানোয়ারের মতন চোখের ধার ঘেসে শুকনো নদী 
কালো মাটি লেপে সারা শরীরে 
এক  পৃথিবী খিদে টুকরো টুকরো মন্তাজ সময়ের গায়ে। 
  

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...