Tuesday, August 25, 2015

ঔরঙ্গজেবের সাম্রাজ্য

ঔরঙ্গজেবের সাম্রাজ্য
...................... ঋষি
=============================================
হাত কাঁপতো না ,কিন্তু কাঁপাটাই স্বাবাভিক
জোরালো গলায় কখনো বলতে পারি নি মিথ্যাগুলো।
তাই মিথ্যাগুলো লুকোনো চাপা ছাই
আর আমি।
না শুধু আমি কেন, সকলের চিত্কার
চাই ,,,,চাই ,,,,চাই।

এই চাইয়ের পিছনে লম্বা লাইন দিয়ে দাঁড়ানো বাজারী ফর্দ
কিন্তু যে গুলো  হৃদয়ের।
কিন্তু যে গুলো সম্পর্ক্যজাত,যেগুলো রক্তের
রক্তের মধ্যে জীবানু ,অদ্ভূত নিস্পৃহ রোগ।
যাদের জাত ,ধর্ম ,চরিত্রগলো অনন্ত অমিল একে অপরের সাথে
সেই চাইগুলোর দোলনাই দুলছে সময়
একবার হ্যা ,একবার না।

গোলাপের পাঁপড়ি ছাড়াই অবান্তর ভাবে ইয়েস তারপর নো
নিজের বুকে ছুড়ি চালাই অবাস্তব একবার এপাড় কখনো ওপাড়।
ঔরঙ্গজেব ভাবি নিজেকে
ইতিহাসে ঢুকে পড়ি সহজে , হয়ে যাই স্বার্থপর নেমকহারাম সম্রাট।
আসলে সময় বলছে আমাকে
শুধু আমাকে নয় তোমাদের সকলকে
সকলে বড় স্বার্থপর হয়ে গেছি।

হাত কাঁপতো না ,কিন্তু কাঁপাটাই স্বাবাভিক
আক্রান্ত এই কারণে সকলে পরাক্রমে সান দিয়ে যাই।
বুকের কষ্টগুলো তলোয়ারের মতন হাওয়ায় সাইসাই ঘোড়ে
আছন্ন ঘোরে রক্তের দাগ তলোয়ারের গায়ে।
ঔরঙ্গজেব মুঘলের শেষ সম্রাট কোথাও আমরা সকলে
অপেক্ষায় নিজস্ব সাম্রাজ্য পতনের। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...