Wednesday, August 26, 2015

একটা মৃত স্পর্শ

একটা মৃত স্পর্শ
.............. ঋষি
==============================================

তোমার অবয়বটা পরিষ্কার না আমার কাছে
মাঝখানে দুশো ছটা হাড় মানুষের
উপরে মাংসর জঞ্জালে আবদ্ধ ধুপধুপ নিঝুম দুপুরবেলা।

দুপুরের রৌদ্রে আগুনের স্পর্শ
আগুন তোমার  খুব প্রিয় ,অথচ ভয় লাগে আমার যদি পুড়ে যাও।
অবশ্য মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে দু ব্যাগ আগুন গিফট করি
আবার কষ্ট হয়  পোড়া দাগ ,যন্ত্রণার।
মাঝে মাঝে মনে হয় তুমি কবেকার দুরে
কোনো সম্পর্ক নেই জীবিতের সাথে।
ছোঁয়া যায় না ,ধরা যায় না ,কেমন একটা বাসি গন্ধ
মনে হয় শব ঘরের পাশে বসে আছি।
খুব ঠান্ডা লাগে
এক গ্লাস নরম বিয়ারে ঠোঁট রেখে দেখি
দুটো ঠান্ডা মানুষ একসাথে বসে আছে।

তোমার অবয়বটা আমার কাছে পরিষ্কার না
মানুষের একটা স্পর্শ থাকে ,মানুষের গন্ধ থাকে
কিন্তু আমি পোড়া ছাই আর তুমি অদ্ভূত একটা মৃত স্পর্শ।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...