Wednesday, August 26, 2015

একটা মৃত স্পর্শ

একটা মৃত স্পর্শ
.............. ঋষি
==============================================

তোমার অবয়বটা পরিষ্কার না আমার কাছে
মাঝখানে দুশো ছটা হাড় মানুষের
উপরে মাংসর জঞ্জালে আবদ্ধ ধুপধুপ নিঝুম দুপুরবেলা।

দুপুরের রৌদ্রে আগুনের স্পর্শ
আগুন তোমার  খুব প্রিয় ,অথচ ভয় লাগে আমার যদি পুড়ে যাও।
অবশ্য মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে দু ব্যাগ আগুন গিফট করি
আবার কষ্ট হয়  পোড়া দাগ ,যন্ত্রণার।
মাঝে মাঝে মনে হয় তুমি কবেকার দুরে
কোনো সম্পর্ক নেই জীবিতের সাথে।
ছোঁয়া যায় না ,ধরা যায় না ,কেমন একটা বাসি গন্ধ
মনে হয় শব ঘরের পাশে বসে আছি।
খুব ঠান্ডা লাগে
এক গ্লাস নরম বিয়ারে ঠোঁট রেখে দেখি
দুটো ঠান্ডা মানুষ একসাথে বসে আছে।

তোমার অবয়বটা আমার কাছে পরিষ্কার না
মানুষের একটা স্পর্শ থাকে ,মানুষের গন্ধ থাকে
কিন্তু আমি পোড়া ছাই আর তুমি অদ্ভূত একটা মৃত স্পর্শ।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...